জীবননগরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
- আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)
- ১৯ আগস্ট ২০২৪, ২০:২৩
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মিরা মতবিনিময় করেন।
সোমবার (১৯ আগস্ট) বিকেলে শহরের বিলাস বহুল থ্রি-স্টার হোটেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা হয়।
সভায় জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা তারবিয়াতি সেক্রেটারি মাওলানা ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সাংগাঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, পৌর জামায়াতে ইসলামী আমির ফিরোজ আহম্মেদসহ জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
মতবিনিয় সভায় বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরশাসক আওয়ামী লীগের পতনের মাধ্যমে দেশে বিপ্লবী ছাত্র সমাজ দেশের নির্যাতিত জনগণ, মুক্তিকামী সুশীল সমাজ, বঞ্চিত পেশাজীবী মানুষ আরো একবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছেন। দেশে দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসনের ফলে মানুষের ছিল না বাক স্বাধীনতা। সরকারের দুঃশ্বাসনের বিরুদ্ধে কারো সাহস ছিল না প্রতিবাদ করার। দেশে প্রতিটি সেক্টরে সুদ-ঘুষ আর দুর্নীতিতে পরিপূর্ণ হয়েছিল। সকল শ্রেণিপেশার মানুষ অসহায় হয়ে পড়েছিল। এখন দেশটি সবাই মিলে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। জামায়াতে ইসলামীর উদ্দেশ্য ও লক্ষ্য মানুষের কল্যাণ। দেশ পরিচালনায় সৎ যোগ্য মানুষ তৈরি এবং আল্লাহর সন্তষ্টি অর্জন। আর সেই ভিশন বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল স্তরের কর্মী বাহিনী কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, সংখ্যা লঘু-সংখ্যা গুরু বলে কিছু নেই। আমরা সকলেই মানুষ। তাই একজন মানুষ অপরের মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াবে এটাই মানবিকতা।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি রহুল আমিন বলেন, হামলা-ভাঙচুর ও লুটপাটের রাজনীতি বাংলাদেশ জামায়াতে ইসলামী করে না। তবে কোনো দলের কর্মীরা করে থাকলে তার দায়ভার তারা গ্রহণ করবে। আমরা সকলকে সহনশীল আচরণের জন্য অনুরোধ করেছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা