কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৫ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- কুষ্টিয়া প্রতিনিধি
- ১৮ আগস্ট ২০২৪, ২০:১৭
কুষ্টিয়ার দৌলতপুরে জাামলপুর সীমান্তবর্তি এলাকা থেকে বিএসএফ পাঁচ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে।
রোববার (১৮ আগস্ট) বিষয়টি স্বীকার করে বিজিবি ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহবুব মুর্শেদ জানান, তাদের ফেরত আনার ব্যাপারে বিএসএফএর সাথে দ্বিতীয় দফা পতাকা বৈঠক করা হয়েছে। আশা করি তাদের অল্প সময়ের মধ্যে ফেরত পাব।
আটকরা হলেন দৌলতপুরের মহিষকুন্ডি পাকুরিয়া গ্রামের কাবুল মন্ডলের ছেলে রাব্বী (২৮), গেনু মন্ডলের ছেলে রাকিবুল (৩৫), লালনের ছেলে বিপ্লব (১৯), বিষু মন্ডলের ছেলে জেরু (৩৮) ও জল্লু মন্ডলের ছেলে রোহান (১৬)।
বিভিন্ন সুত্রে জানা যায়, রোববার ভোরে বাংলাদেশের দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তের পদ্মা নদী পার হয়ে পাঁচ বাংলাদেশী ভারতে অনুপ্রবেশ করে। পরে তারা ফেনসিডিল নিয়ে ফিরছিল। এ সময় তারা বিএসএফের হাতে আটক হয়। এ খবর জানতে পেরে বিজিবি বিষয়টি নিয়ে বিএসএফএর মেঘনা ক্যাম্পের সাথে যোগাযোগ করে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করেছে।
এ ব্যাপারে বিজিবি ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক জানান, রোববার ভোর ৬টার দিকে জামালপুর বিওপির সীমান্ত পিলার ১৫২/৮ এস হতে ১৫২/৯-এর মধ্যেবর্তি স্থান দিয়ে পদ্মা নদী পার হয়। অসৎ উদ্দেশে পাঁচ বাংলাদেশী নাগরিক শূন্য লাইন থেকে ২০০ গজ ভারতে অনুপ্রবেশ করলে ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের মেঘনা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
আটক বাংলাদেশীদের ফেরত আনার ব্যাপারে প্রাগপুরের কোম্পানি কমান্ডার ও বিএসএফের মেঘনা কোম্পানি কমান্ডার পর্যায়ে দুপুরে পাতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
আটক বাংলাদেশীদের ফেরত চাইলে বিএসএফ জানান, আটকরা সুস্থ্য এবং অক্ষত রয়েছে। তবে তারা অনুপ্রবেশ করেছেন বিধায় যথাযথ আইনী প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে। শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ হয়েছে বলে তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা