২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কালো তালিকা ভুক্তদের ব্যাপারে সতর্ক দর্শনা চেকপোস্ট

কালো তালিকা ভুক্তদের ব্যাপারে সতর্ক দর্শনা চেকপোস্ট
কালো তালিকা ভুক্তদের ব্যাপারে সতর্ক দর্শনা চেকপোস্ট - ছবি : নয়া দিগন্ত

দেশের দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহত্তর আন্তর্জাতিক চেকপোস্ট দর্শনা। যেখানে ভারত ভ্রমণে, বিশেষ করে কলকাতাসহ পশ্চিমবাংলায় যাতায়াতে বড় সু্বিধা রয়েছে।

দর্শনা চেকপোস্ট ত্যাগ করার পরপরই ভারতের গেদে রেল স্টেশন ও ভারতীয় ইমিগ্রেশন কাস্টমস চেকপোস্ট। গেদে স্টেশন থেকে টিকেট কেটে মাত্র ভারতীয় ৩৫ রুপিতে স্বপ্নের শহর কলকাতায় যাওয়া সম্ভব।

এ কারণে দেশের জেলা শহর মেহেরপুর, ঝিনাইদাহ, মাগুরা, রাজবাড়ি,বগুড়া, ফরিদপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ প্রাই জেলার মানুষ কলকাতা ও পশ্চিমবাংলায় যেতে দর্শনা চেকপোস্ট ব্যাবহার করে আসছে। দেশে সম্প্রতি ছাত্র আন্দোলন ও তাদের দাবি দাওয়া আদায়ের কারণে দর্শনা চেকপোস্ট প্রায় স্থবির হয়ে পড়ে।

পরে গত ৫ আগস্টের পর থেকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ করে দেয়া হয়।
পুলিশ জানায়, দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে সীমিত আকারে শুধুমাত্র মেডিক্যাল ও বিজনেস ভিসায় পাসপোর্ট যাত্রিরা দর্শনা চেকপোস্ট দিয়ে যাতায়াত করার অনুমতি পায়। দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে ভ্রমণ ভিসার পাসপোর্ট যাত্রীরা দর্শনা হয়ে ভারতে যেতে না পেরে হয়রানি হয়ে ফিরে যায়। কেউ কেউ বিষয়টি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে জানান বলেও খবর পাওয়া যায়।

হাই কমিশন বিষয়টি বিবেচনায় নিয়ে একটি নির্দেশনা জারি করেন। দর্শনা ইমিগ্রেশন ও চেকপোস্ট বিজিবির কাছে নির্দেশনাটি এসে পৌছায়। দর্শনা ইমিগ্রেশন অফিস ১৮ জুলাই (রোববার) দুপুরে সাংবাদিকদের জানান ঢাকা ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখা এসবি থেকে জানানো হয়েছে বিগত সরকারে ৩০০ এমপি ও আরো এক থেকে ১৫০ জনকে কালো তালিকা ভুক্ত করা হয়েছে। মোট ৪০০ থেকে সাড়ে ৪০০ জন ব্যক্তিদের যাতায়াতে বিধি-নিষেধ জারি করা হয়েছে। বাকি দেশের মানুষের ভারতীয় ভিসা থাকলে তারা ভ্রমণভিসা বা অন্য ভিসায় দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশ করতে পারবে।

ভারত ফেরত ফরিদপুরের একজন পাসপোর্ট যাত্রী জানালেন, ভারতের গেদে ইমিগ্রেশন কাস্টমস ও বিএসএফের তল্লাসির মুখে পড়তে হচ্ছে। কি কারণে ভারতে যাওয়া হয়েছিল সুনিদৃষ্ট জবাব নিয়ে ছাড়ছে। তা ছাড়া যেসব পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশ থেকে ভারত যাচ্চে তাদেরকেও জেরার মুখে পড়তে হচ্ছে বলে জানান। তবে পর্যায়ক্রমে সব ঠিক হয়ে যাবে বলেও পাসপোর্ট যাত্রী সাধারণ সাংবাদিকদের জানান।

এ বিষয়ে দর্শনা ইমিগ্রেশন ওসি মো: আতিকুর রহমান আতিক জানান ধীরে ধীরে দর্শনা চেকপোস্ট স্বাভাবিক হতে চলেছে, পর্যায়ক্রমে যাত্রী সংখ্যা বাড়ছে। দর্শনা চেকপোস্ট দ্রুতই আগের অবস্থায় ফিরে আসবে। সরকারের রাজস্ব বাড়বে। তা ছাড়া কালো তালিকার কেউ দর্শনা চেকপোস্ট হয়ে বৈধপথে ভারতে যেতে পারবে না। এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে কাস্টমস, ইমিগ্রেশন ও বিজিবি বেশ সতর্কতার সাথে দায়িত্ব পালন করে যাচ্চে।


আরো সংবাদ



premium cement
গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন সিলেটে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি : হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন

সকল