সাঈদীর কবর জিয়ারত করলো বাগেরহাট জেলা আল-কোরআন গবেষণা পরিষদ
- আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
- ১৭ আগস্ট ২০২৪, ১৯:৫৯
কোরআনের পাখি বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর গ্রামের বাড়ি পরিদর্শন করলেন বাগেরহাট জেলা ও ফকিরহাট উপজেলার আল-কোরআন গবেষণা পরিষদের নেতৃবৃন্দ। শনিবার (১৭ আগস্ট) তারা এটি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাট আল-কোরআন গবেষণা পরিষদের সভাপতি মাওলানা আবুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, ফকিরহাট উপজেলার উপদেষ্টা মাওলানা জিয়াউর রহমান ও হাফেজ মাওলানা জয়নুল আবেদীন, ফকিরহাট উপজেলার সভাপতি মাওলানা আবু সাঈদ, সহ-সভাপতি হাফেজ মাওলানা মেহেদী হাসান, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন ও কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা জয়নাল হোসাইনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
পরিষদের নেতৃবৃন্দ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গ্রামের বাড়ি পরিদর্শন শেষে তার কবর জিয়ারত করে তার জন্য দোয়া প্রার্থনা করেন।
এছাড়া এদিন বিকেলে পিরোজপুর দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শহীদ দেলোয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম শীর্ষক বিশাল এক আলোচনা সভায় বাগেরহাট জেলার আল-কোরআন গবেষণা পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা