দর্শনায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চান্দি রুপা জব্দ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ আগস্ট ২০২৪, ১৫:১২
চুয়াডাঙ্গার দর্শনা ঠাকুরপুর সীমান্তে ১৬ কেজি ৩০০ গ্রাম (১৩৯৭ ভরি) ওজনের ভারতীয় চান্দি রুপা জব্দ করেছে বিজিবি- ৬। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
শনিবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঠাকুরপুর বিওপির কদমতলা সীমান্ত থেকে এসব ভারতীয় চান্দি রুপা জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
এতে বলা হয়, দর্শনা থানার ঠাকুরপুর সীমান্ত বিওপি’র টহল কমান্ডার হাবিলদার শওকত আলী শনিবার সকাল ৭টায় কদমতলা এলাকার সীমান্ত শূন্য লাইনের রাস্তায় অভিযান চালিয়ে এসব রুপা জব্দ করেন।
পাচারকারী একটি মোটরসাইকেলে করে এসব রুপা পাচারের চেষ্টা করলে তাকে ধাওয়া দেয় বিজিবি। পরে মোটরসাইকেলটি জব্দ করে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে ১৬ কেজি ৩০০ গ্রাম বা ১৩৯৭ দশমিক ৪৬ ভরি ওজনের ভারতীয় চান্দি রুপা পাওয়া যায়।
তিনি আরও জানান, এ ব্যাপারে হাবিলদার শওকত আলী বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। উদ্ধার করা ভারতীয় রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা