২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাইকগাছায় বিএনপি নেতাকে নির্দোষ দাবি করে শিবপদ মন্ডলের সাংবাদ সম্মেলন

পাইকগাছায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন শিবপদ মন্ডল। - ছবি : নয়া দিগন্ত

খুলনার পাইকগাছার মেসার্স সসতা ফিসের সত্ত্বাধিকারী শিবপদ মন্ডলের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাটিকে ইস্যু করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের বহিষ্কারাদেশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে পাইকগাছা উপজেলা সদরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করেন, ভুক্তভোগী শিবপদ মন্ডল নিজেই।

সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শেষ আশ্রয়স্থল। হিন্দু সম্প্রদায়ের জান-মাল রক্ষায় এখন পর্যন্ত তিনি নিজের জীবন বাজি রেখেছেন। বিভিন্ন সময় হিন্দুদের জায়গা-জমি ভূমি দস্যুদের কবল থেকে উদ্ধারসহ লিজ ঘের উদ্ধারের জন্য একাধিকবার সক্রিয় ভূমিকায় তা রক্ষা হয়েছে। এক যুগেরও বেশি সময় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের প্রহরী হয়ে পাহারা দিয়ে রেখেছেন।
একপর্যায়ে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি ওই সময়ে বাড়িতে উপস্থিত ছিলেননা। রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে কে বা কারা লাঠি-শোটা সহকারে তার বাড়িতে ঢুকে ভাঙচর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

এসময় তার বাবা, কাকা, স্ত্রীসহ অন্যরা বাড়িতে ছিল। আকস্মিক ঘটনায় বাড়ির সবাই আতঙ্কগ্রস্ত ও হতভম্ব হয়ে পড়ে। সেদিনের তাণ্ডবের খবর পেয়ে তিনি তার স্থানীয় আশ্রয়স্থল সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হকের স্মরণাপন্ন হওয়ার চেষ্টা করেন। তবে ঘটনার সময় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে মত বিনিময়ে আছেন।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও পত্রিকার প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারেন যে আমার (শিব পদ মন্ডল) নাম ব্যবহার করে এনামুল হককে তার রাজনৈতিক দল বিএনপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ খবরে তিনি হতভম্ব হয়ে পড়েন বলে জানান।

তিনি দুঃখের সাথে বলেন, ঘটনার শিকার হয়ে যার কাছে আমি সহযোগীতা চাচ্ছি যে আমার বাড়িতেই যায়নি, তাকে আমার কারণেই বহিষ্কার করা হয়েছে। এ সময় তার বাবা পতিরাম মন্ডল, স্ত্রী কৃষ্ণা রানী মণ্ডলসহ কাকা ও ভাইয়েরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান

সকল