শেখ হাসিনার ফাঁসির দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- ইবি সংবাদদাতা
- ১৫ আগস্ট ২০২৪, ১৬:১২
শেখ হাসিনার ফাঁসিসহ জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি উপলক্ষে বটতলা থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখপাড়া বাজার ঘুরে প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীদেরকে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। স্বৈরাচারের দোসররা এখনো দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়েও এমন অপচেষ্টা চালানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ছাত্র-জনতা তাদের এসব অপকর্ম রুখে দিতে সবসময় প্রস্তুত রয়েছে। যাদের হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে, তাদের সাথে আমাদের কোনো আপস নয়। শুধু দিল্লী নয়, যদি লন্ডন থেকেও ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, ছাত্রজনতা তা রুখে দিবে। চূড়ান্ত বিজয় পর্যন্ত আমাদের আন্দোলন বলবৎ থাকবে।
এদিকে সকাল থেকেই প্রধান ফটকের সমনে অবস্থান নেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীদের কর্মসূচিকে স্বাগত জানায় তারা। এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করলেও প্রশাসন কর্তৃক নিরাপত্তা না দেয়ায় তা বাতিল করে ইবির ‘বঙ্গবন্ধু পরিষদ’।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা