গণহত্যার বিচারসহ ৪ দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- ইবি সংবাদদাতা
- ১৪ আগস্ট ২০২৪, ১৬:০০
জুলাইয়ের গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি উপলক্ষে বটতলা থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা গণহত্যার দ্রুত বিচারসহ চার দফা দাবি উত্থাপন করেন।
বাকি দাবিগেুলো হলো, সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ মহাজোটের পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টাকারীদের বিচারের আওতায় এনে সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেয়া, প্রশাসন ও বিচার বিভাগে যারা গণঅভ্যুত্থানে হামলা-মামলা ও হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন তাদের অপসারণ ও বিচার নিশ্চিত করা এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এত দিন বৈষম্যের শিকার হয়েছেন, তাদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘ছাত্র-জনতার গণ আন্দোলন ও হাজারো ভাই-বোনদের রক্তের বিনিময়ে চব্বিশে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। চব্বিশের পরাজিত শক্তিরা এই স্বাধীনতাকে ধূলিসাৎ করার পায়তারা করছে। ১৫ আগস্টকে ঘিরে বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কুচক্রী মহল অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ফন্দি করছে বলে আমরা খবর পেয়েছি। রক্তের দাগ এখনো শুকায়নি, আমাদের লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি।’
যারা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে তাদেরকে শিক্ষার্থী সমাজ কঠোরভাবে প্রতিহত করবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা