২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুমারখালী প্রেসক্লাবের সাথে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়

কুমারখালী প্রেসক্লাবের সাথে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ আগস্ট) সকালে পৌর বাসস্ট্যান্ড-সংলগ্ন প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয়করা জানান, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। ইতোমধ্যেই আমরা কুমারখালীতে বাজার মনিটরিংয়ের কার্য্যক্রম চলমান রেখেছি। ফুটপাত, সিএনজি স্টান্ডের দীর্ঘ দিনের চাঁদাবাজি বন্ধ করেছি। কুমারখালী সরকারি কলেজে সকল ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে, পৌর পার্ক উন্মুক্ত করা হয়েছে বলেও বক্তব্যে জানান সমন্বয়করা। এছাড়া জনগণের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে সৈয়দ মাসুদ রুমী সেতু থেকে টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

মতবিনিময় সভায় কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরীর সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালীর প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান আলী খান, সমন্বয়ক কামরুজ্জামান সোয়াদ, মাহিন বিশ্বাস, সহকারী সমন্বয়ক আফ্রিদি জামান, মাশরাফুল ইসলাম তিহা, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ বক্তব্য রাখেন।
এ সময় কুমারখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement