খুলনায় লুটপাটের দায়ে থানা বিএনপির ২ জনকে বহিষ্কার
- খুলনা ব্যুরো
- ১০ আগস্ট ২০২৪, ২০:১৮
খুলনায় লুটপাটের দায়ে থানা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুইজনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত পৃথকপত্রে এ তথ্য জানানো হয়।
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় এক হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডলের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার উপজেলা শ্রীফলতলা ইউনিয়নের পাঁচজন নেতাকর্মীকে শোকজ করা হয়েছে।
দলের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাময়িক বহিষ্কারকৃতরা হলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডল।
এছাড়া দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রূপসার শ্রীফলতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদার, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, কর্মী নাসির মেম্বার, রুতাপ শেখ ও শাফায়েত হোসেনকে নোটিশ দেয়া হয়েছে। তাদের কারণদর্শানো নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা