২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মোরেলগঞ্জে ভ্যানশ্রমিকের লাশ উদ্ধার

মিজানুর রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট) - ছবি : নয়া দিগন্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষিত মিস্ত্রি (৫০) নামে এক ভ্যানশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকাল ৭টার দিকে উত্তর সুতালড়ী গ্রামে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার লাশ।

নিহত ব্যক্তি দুই সন্তানের বাবা পরীক্ষিত মিস্ত্রী উত্তর সুতালড়ী গ্রামের খগেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে।

জানা যায়, দুপুর ১টার দিকে সেনাবাহিনীর সহযোগীতায় থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।

জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে একটি পক্ষের চাপে পড়ে পরীক্ষিত মিস্ত্রী শালীস বৈঠক এড়াতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার স্ত্রী সবিতা রানী।

তিনি আরো বলেন, আজ শনিবার বেলা ১১টায় বিবাদমান জমির বিষয়ে শালিষ বৈঠক হবার কথা ছিল। ওই শালীষ বৈঠকে যাবার আগে মানষিক চাপে পরীক্ষিত মিস্ত্রী আত্মহত্য করে। তবে এলাকায় গুঞ্জন ওঠেছে পরীক্ষিত মিস্ত্রী কি আত্মহত্যা করেছে নাকি পরিকল্পিত হত্যা।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পুলিশ এখনো তৎপর হয়নি। তবুও যেহেতু একটি অপমৃত্যুর ঘটনা তাই সেনাবাহিনীর সহযোগীতায় লাশ উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement