ইবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান ডিন’স কমিটির
- ইবি সংবাদদাতা
- ১০ আগস্ট ২০২৪, ১৬:২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও দ্রুত বিশ্ববিদ্যালয় খুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন অনুষদের ডিনরা।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে ডিনস কমিটির সভা থেকে এ আহ্বান জানান তারা।
সভায় ডিন’স কমিটির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অন্য অনুষদের ডিন’রা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ছাত্র আন্দোলনে শহীদদের জন্য শোক প্রস্তাব গ্রহণ ও মাগফেরাত কামনা এবং গুরুতর অসুস্থদের সুস্থতা কামনায় মুনাজাত করা হয়।
একইসাথে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে সকলকে স্ব স্ব জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের সম্পদ সুরক্ষিত এবং জান-মালের রক্ষণাবেক্ষণে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদের স্থিতিশীলতা আনয়নের অনুরোধ করা হয়। তাছাড়া শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা