‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী’
- আব্দুল মতিন, মণিরামপুর (যশোর)
- ১০ আগস্ট ২০২৪, ১৫:৪৬
পুলিশ-প্রশাসনকে সহযোগীতা করতে সেনাবাহিনী সার্বক্ষণিক পাশে থাকবে। জনগণের নিরাপত্তায় পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। যারা লুটপাট ও অরাজকতা করেছে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে। আজ থেকে আর কোনো ধরনের অরাজকতা করতে দেয়া হবে না। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী।
শনিবার দুপুরে মনিরামপুর থানা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় যশোর জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর সাদমান এ সব কথা বলেন।
থানা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় মনিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) সানমুন মোল্লা সোহান ১১ দফা দাবি কথা উল্লেখ করে বলেন, ‘পুলিশ স্বাধীনভাবে কাজ করতে চাই। পরিবর্তিত উদ্ভুত পরিস্থিতিতে তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিতসহ রাজারবাগ পুলিশ লাইন্স থেকে নির্দেশ পাওয়া মাত্রই তারা মাঠে কাজ শুরু করবেন। এই মত-বিনিময় সভা বিভিন্ন রাজনৈতিক দল, বনিক সমিতি, সাংবাদিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জামায়াতের সাবেক আমির অধ্যাপক ফজলুল হক, যুব জমিয়াতে উলামায় ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হুসাইন আহমদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনিরামপুর সভাপতি ইবাদুল ইসলাম মনু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বনিক সমিতির সেক্রেটারি রবিউল ইসলাম মিঠু, পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু প্রমুখ।
আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরত কামনায় দোয়া করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা