২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৩ দিন পর বেনাপোল দিয়ে আমদানি-রফতানি শুরু

;;;;;;;;;;;;;;;; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকে নিয়ে মিথ্যা খবর প্রকাশ করার প্রতিবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের 'তালা ভেঙে চবির হল দখলে নিলো ছাত্রদল ও ছাত্রশিবির' শিরোনামে গত (৬ আগস্ট) বুধবার অনলাইন নিউজ পোর্টাল 'সময়ের কণ্ঠস্বর'-এ প্রকাশিত ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, "ছাত্রশিবিরের দীর্ঘ ৪৯ বছরের পথচলায় বিশ্ববিদ্যালয়ের হল-সহ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিত্বমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এমন কোনো নজির নেই। অথচ শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে ছাত্রশিবিরকে হেয় করার জন্য কতিপয় মিডিয়া নানা সময় অপপ্রচার চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ 'সময়ের কণ্ঠস্বর' নামক অনলাইন পোর্টালে 'তালা ভেঙে চবির হল দখলে নিলো ছাত্রদল ও ছাত্রশিবির' শিরোনামে মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রচার করেছে। একটা সম্ভাবনাময় অনলাইন পোর্টালের এমন কর্মকাণ্ড হতাশাজনক। আমরা এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।" নেতৃবৃন্দ বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত ঘটনার সাথে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই। প্রতিবেদনে ছাত্রশিবিরের কোনো দায়িত্বশীদের কোনো বক্তব্যও উল্লেখ নেই। একপাক্ষিকভাবে সংবাদ প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা সাংবাদিককতার নীতির বিরুদ্ধে। আমরা মনে করি, ছাত্রশিবিরকে ছাত্রসমাজের কাছে প্রশ্নবিদ্ধ করতে এবং কোনো দলের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতেই এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে।" নেতৃবৃন্দ এমন ভিত্তিহীন সংবাদ প্রত্যাহার করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আইনানুগ পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সাথে কোনো সংবাদ প্রচার করার পূর্বে যাচাই করে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন। - ছবি : নয়া দিগন্ত

তিন দিন বন্ধ থাকার পর বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য আবার ও শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত সময়ে ১৫১ ট্রাক পণ্য রফতানি ও ২১৯ ট্রাক পণ্য আমদানি হয়েছে। আমদানি পণ্যের মধ্যে রয়েছে স্পঞ্জ আয়রন, কর্ন ডিডিজিএস, কাপড়, ব্লিচিং পাউডার, কোয়ার্টাইজ পাউডার, অ্যালামসহ বিভিন্ন ধরনের পণ্য। এ ছাড়া রফতানি পণ্যের মধ্যে আছে তৈরি পোশাক, পাটের সুতা, কাঁচা পাট, খালি সিলিন্ডার, জুতা, আরেকা বাদাম ও ভ্রমণ সামগ্রীর লাগেজ।

বুধবার বেনাপোল বন্দর পরিচালক, কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতারা পেট্রাপোল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পণ্য আমদানি-রফতানি চালুর জন্য অনুরোধ জানান। এরপর পেট্রাপোল কাস্টমস, বন্দর ও সিঅ্যান্ডএফ এজেন্ট বুধবার বিকেলে যৌথ আলোচনায় বাংলাদেশে তাদের পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে পাঠাতে সিদ্ধান্ত নেয়। ফলে আজ সকাল থেকে পুনরায় চালু হয় ব্যস্ততম এ বন্দরের কার্যক্রম।

বেনাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তার কারণ দেখিয়ে সোমবার থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেয়া হলেও ক্ষয়ক্ষতির আশঙ্কায় ভারতের পেট্রাপোল সেন্ট্রাল ওয়্যার হাউজ করপোরেশন (সিডাব্লিউসি) কর্তৃপক্ষ বাংলাদেশে কোনো পণ্যবাহী ট্রাক পাঠায়নি। বুধবার উভয় দেশের যৌথ সভার পর সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। বন্দরের কাজও চলছে স্বাভাবিকভাবে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, নিরাপত্তাজনিত কারণে তিন দিন ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। বুধবার বিকেলে স্থানীয় ও ভারতীয় ব্যবসায়ী এবং বন্দর কর্মকর্তাদের সাথে বৈঠক হয়। তারা আমদানি-রফতানি চালুর কথা জানানোর পর বৃহস্পতিবার সকাল থেকে কার্যক্রম শুরু হয়। যা এখনো চলমান। বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড চলছে। অনেকে পণ্য খালাস করে নিয়ে যাচ্ছেন।


আরো সংবাদ



premium cement