লালমনিরহাটে লুটপাটের জিনিস ফেরত দিতে জামায়াতের আল্টিমেটাম
- সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
- ০৮ আগস্ট ২০২৪, ১৬:৪০
লালমনিরহাটে লুটপাটের জিনিস ফেরত দিতে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) পাটগ্রাম উপজেলার বাজারে চৌরঙ্গীর মোড়ে এক সমাবেশে এ হুঁশিয়ার দেয় দলটির নেতারা।
ছাত্র-জনতার বিজয় ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর শোকরানা র্যালি ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখা।
শোকরানা সমাবেশ থাকলেও মুক্তিকামী উচ্ছাসের কারণে সমাবেশটি জনসমাবেশে পরিণত হয়, পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় পঞ্চাশ হাজার লোক সমাবেশে উপস্থিত হন।
সমাবেশে বক্তারা এই বিজয়কে ছাত্র জনতার বিজয় বলে আখ্যায়িত করেন।
সমাবেশে বক্তারা হুঁশিয়ার করে বলেন, যারা বর্তমান পরিস্থিতিতে কাজে লাগিয়ে লুটপাট করছেন, বাড়ি থেকে গরু ছাগল নিয়ে গেছেন বা জবাই করে খেয়েছেন, তাদেরকে যা লুট করা জিনিস ফেরত দিতে ও টাকা পরিশোধ করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়া হলো। লুটপাট করা মাল ফেরত না দিলে তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি করেন তারা। সংখ্যালঘু সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য পুরো উপজেলায় জামায়াতের টিম গঠন করেছ বলেন জানান। সমাবেশ শেষে জামায়াতের নেতারা হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে সাক্ষাৎ মন্দির পরিদর্শন করেন।
পাটগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা জামাতের আমির প্রভাষক মো: আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম হাতীবান্ধা লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মো: আনোয়ারুল ইসলাম (রাজু)। সমাবেশে জামায়াত ও শিবিরের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা