২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নির্যাতনের মধ্যেও দ্বীন প্রতিষ্ঠায় কাজ করেছেন নুরুন্নবী : গোলাম পরওয়ার

যশোর সাংগঠনিক পূর্ব জেলার আমির মাস্টার নুরুন্নবীর জানাজা - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘মাস্টার নুরুন্নবী সংগঠনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তার মৃত্যুতে কর্মীরা পর্যন্ত কাঁদছেন। তিনি একটি দিনের জন্যও নিষ্ক্রিয় ছিলেন না। হাজারো অত্যাচার নির্যাতনের মধ্যেও তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।’

বৃহস্পতিবার যশোর সাংগঠনিক পূর্ব জেলার আমির মাস্টার নুরুন্নবীর জানাজা পূর্ব বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জোহরের নামাজ শেষে যশোর ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জামায়াত, বিএনপি ও সমমনা দলের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজায় আরো ব্ক্তব্য রাখেন মরহুম নুরুন্নবীর একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার সাদিক ফয়সল, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান ও আবুল কালাম আজাদ, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, জামায়াতের শহর সাংগঠনিক জেলার আমির অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি গোলাম কুদ্দুস, সাতক্ষীরা জেলা আমির হাফেজ রবিউল বাশার, খুলনা জেলা আমির ইমরান হুসাইন, চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন ও যশোরের মাওলানা আবু জাফর। এ সময় যশোর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আব্দুর রশিদ, পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট বেলা ১১টায় যশোর জামায়াত ঈদগাহ ময়দানে শোকরানা নামাজের ব্যবস্থা করা হয়। মাস্টার নুরুন্নবী সেই শোকরানা নামাজ আদায় কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ইবনে সিনা হাসাপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement