২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খুলনায় মন্দির ভাঙচুরের বানোয়াট অভিযোগ এনে বিব্রত আয়োজক

খুলনায় মন্দির ভাঙচুরের বানোয়াট অভিযোগ এনে বিব্রত আয়োজক - ছবি : নয়া দিগন্ত

খুলনায় সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট, মন্দির ভাঙচুর, হিন্দুদের ঘরবাড়িতে হামলা ও সম্পত্তি লুটপাটের অভিযোগ করে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল।

কিন্তু সেগুলোর কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন আয়োজক।

বুধবার (৭ আগস্ট) দুপুরে নগরীর বিএমএ মিলনায়তনে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির ব্যানারে সংবাদ সম্মেলন ডাকেন সংগঠনের পাবলিসিটি সেক্রেটারি পরিচয়দানকারী আল আমিন শেখ জনি।

জানা যায়, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তোলেন। তবে খুলনা জেলার কোন মন্দিরে হামলা হয়েছে এবং কোথায় কোথায় হিন্দুদের ওপর হামলা হয়েছে তার একটিও তিনি সুনিশ্চিত করে বলতে না পারায় সাংবাদিকদের তোপের মুখে পড়েন।

তথ্য প্রমাণ ছাড়াই ইংরেজিতে লেখা ব্যানার নিয়ে এসে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের এই অপতপরতায় কেন জড়িত হলেন, সাংবাদিকদের এমন প্রশ্নে নিরুত্তর থাকেন তিনি।

দুপুর ১২টায় প্রেস কনফারেন্স হওয়ার কথা থাকলেও শুরু হয় প্রায় একটায়। শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপসা উপজেলা শাখার সহসমন্বয়ক ও সিটি ল’ কলেজের এলএলবির ছাত্র মোহাম্মদ নাঈম রাজনৈতিক পালা বদলের পর খুলনার বিভিন্ন স্থানে ব্যাপক আকারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন।

তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে ও সম্পদ লুটপাট হচ্ছে দাবি করলেও সুনির্দিষ্ট করে কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি। সাংবাদিকদের প্রশ্নের মুখে তার কথাবার্তা অসংলগ্ন ও এলোমেলো হয়ে পড়ে।

একপর্যায়ে তিনি করজোড়ে ক্ষমা চেয়ে বলেন, তিনি ছাত্র আন্দোলনের অন্য সহযোগীদের নিয়ে রূপসার বঙ্গবন্ধু কলেজ এলাকায় রাস্তাঘাট পরিচ্ছন্নের কাজ করছিলেন। এ সময় এলাকার এক বড় ভাই ফোন করে ডেকে নিয়ে আসেন এবং প্রেস কনফারেন্সে বক্তব্য রাখতে বলেন। হিন্দু সম্প্রদায়ের কোন মন্দিরে হামলা হয়েছে তা তিনি জানেন না। সরকারের পতনের পরে বিভিন্ন স্থানে হিন্দু মুসলমান নির্বিশেষে হামলা ভাঙচুর ও লুটপাটের অনেক ঘটনা ঘটছে। না জেনে বুঝে একটি প্রেস কনফারেন্সে চলে আসায় তিনি ক্ষমা চেয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

আল আমিন শেখ জনি বলেন, বিবেকের তাড়না থেকে তিনি এই কনফারেন্সের আয়োজন করেছেন। তার সংগঠনের সভাপতি শিপান কুমার বসু বাস করেন দিল্লিতে। সম্মেলন আয়োজনের টাকা তার নিজস্ব। কেউ তাকে দিয়ে এই আয়োজন করায়নি।


আরো সংবাদ



premium cement