বেনাপোল বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ০৭ আগস্ট ২০২৪, ১২:২৩
নিরাপত্তার কারণ দেখিয়ে সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারত আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেয়া হলেও ক্ষয়-ক্ষতির আশঙ্কায় পেট্রাপোল সি ডব্লিউ সি এস কর্তৃপক্ষ বাংলাদেশে কোনো পণ্যবাহী ট্রাক পাঠায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশে প্রবেশের মূল ফটক বন্ধ ছিল।
এদিকে নাশকতার আশঙ্কায় মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত বেনাপোল বন্দরের গেট খোলেনি বন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, বন্দরে পণ্য খালাসের কাজে নিয়োজিত শ্রমিক নেতাদের অধিকাংশ আওয়ামী লীগের সমর্থক। তারা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনেকেই বেনাপোল ছেড়ে পালিয়ে যাওয়ায় বন্দরের স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার বেনাপোলে সাধারণ শ্রমিকরা পণ্য খালাসের জন্য বন্দর এলাকায় অবস্থান নিলে স্থানীয় বিএনপি নেতারা বন্দর চালু রাখতে শ্রমিকদের সাথে আলোচনা করে বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া চালু রাখার চেষ্টা করছেন।
মঙ্গলবার বিকেল ৪টায় বন্দরের পরিচালক রেজাউল ইসলামের সাথে বৈঠক করেছেন বেনাপোল বিএনপির নেতৃবৃন্দ। বৈঠকে নেতৃবৃন্দ বন্দরের স্বাভাবিক কাজকর্ম চালু রাখতে বন্দর কর্তৃপক্ষকে সব ধরনের আশ্বাস দিয়েছেন।
বুধবার সকাল থেকে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি চালু হওয়ার কথা থাকলেও ভারত থেকে কোনো পণ্যবাহী গাড়ি বেলা ১১টা পর্যন্ত প্রবেশ করেনি।
বেনাপোল সি এন্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, আমদানি-রফতানি বাণিজ্য চালু করার ব্যাপারে ওপারের সীমান্ত ব্যবসায়ী নেতা কার্তিক চন্দ্রের সাথে কথা হয়। তিনি জানান, বাংলাদেশের অবস্থা ভালো হলে বুধবার সকাল থেকে আমদানি-রফতানি চালু করব। কিন্ত তারা কোনো পণ্য বাংলাদেশের রফতানি করেনি। তাদের সাথে সকাল থেকে দফায় দফায় কথা হচ্ছে আমদানি-রফতানি বাণিজ্য চালু করার জন্য। কিন্তু বেলা ১১টা পর্যন্ত ভারতীয় ব্যবসায়ীরা কোনো পণ্য বাংলাদেশে রফতানি করেননি। বাংলাদেশ থেকেও কোনো রফতানি পণ্য নিয়ে ট্রাক ভারতে যাচ্ছে না। তবে আমাদের আলোচনা অব্যাহত আছে। খুব শিগগির আমদানি-রফতানি বাণিজ্য আবার চালু হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা