২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যশোরে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ, নিহত ২৫

যশোরে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ - ছবি : নয়া দিগন্ত

শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই যশোরের রাজপথে নেমে আসে হাজার হাজার ছাত্র-জনতা। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় কমপক্ষে ২৫ নিহত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিজয় উল্লাস করেন তারা। শহরের চিত্রামোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের ফাইভ স্টার হোটেল দি জাবির ভাঙচুর করে অগ্নিসংযোগ করে জনতা।

জানা যায়, আগুনে ওই হোটেলে আটকাপড়া অনেকেই নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় দু’শতাধিক মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিতে সহায়তা করে। হোটেল জাবিরের ছাদ থেকে একব্যক্তিকে হেলিকপ্টারে উদ্ধার করতে দেখা গেছে। তবে, ওই ব্যক্তির বিস্তারিত জানা যায়নি।

রাত ১১টা ৫০ পর্যন্ত হোটেল জাবিরে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের বেশিভাগই শিক্ষার্থী।

এছাড়া বিক্ষুব্ধ লোকজন জেলা আওয়ামী লীগের অফিস, জেলা আওয়ামী লীগ সেক্রেটারির বাড়ি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ অন্য নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে।


আরো সংবাদ



premium cement