২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ইবি

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ইবি - ছবি : নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীপরিষদের পদত্যাগের এক দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা।

এ সময় পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করলে প্রায় চার হাজার লোকের জনসমাগম হয়।

নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ সদস্যরা স্থান ত্যাগ করে ইবি থানায় অবস্থান নেন। এদিকে প্রশাসন ভবন থেকে শিক্ষক ও কর্মকর্তাদের বের করে দিয়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান শিক্ষার্থীরা। প্রায় আড়াই ঘণ্টা অবরোধ শেষে মহাসড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলন চলাকালীন ক্যাম্পাস পার্শ্বর্তী পূর্ব আব্দালপুরের সহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। মাস্ক পরা অজ্ঞাত এক ব্যক্তি লাঠির আঘাতে তিনি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে আহত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাসের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান আন্দোলনকারীরা। দায়িত্বে থাকা চিকিৎসক জানান, মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে। গভীর ক্ষত হয়নি। পুরোপুরি রেস্টে থাকতে হবে তাকে।

এছাড়া বিক্ষোভ চলাকালে ইবি ফটকের ওপর মুজিববর্ষ উপলক্ষে সাঁটানো বিলবোর্ড, ৭ মার্চের ভাষণ বাজানোর জন্য দেয়া মাইক, পাশে থাকা চেয়ার ভাঙচুর করেন আন্দোলনকারীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে যে গণজোয়ার উঠেছে তাকে আটকানোর জন্য সরকার গুজব ছড়ানো শুরু করেছে। কিন্তু কোনো গুজব ও বুলেট দিয়ে এ গণজোয়ার আটকানো সম্ভব না। পদত্যাগ না করা পর্যন্ত দেশের আমজনতার আন্দোলন চলবে।


আরো সংবাদ



premium cement