মাগুরায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- মাগুরা প্রতিনিধি
- ০৪ আগস্ট ২০২৪, ১৩:৩৪, আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ১৬:৫০
কোটা সংস্কার আন্দোলনে এক দফা দাবি ঘিরে মাগুরায় সকাল থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় গুলিতে অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারী ছাত্ররা ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় ঢাকা-মাগুরা মহাসড়কের ওপর অবস্থান নেয়। নিহতরা হলেন জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মেহেদী হাসান রাব্বি (২৬), শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন (২৩) ও মহম্মদপুর উপজেলান বালিদিয়া গ্রামের সুমন শেখ। এ সময় সংঘর্ষে ছাত্র, পুলিশ ও সাংবাদিক সহ অন্তত ২৫ জন আহত হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে ছোড়া গুলিতে মেহেদী হাসান রাব্বী নিহত হয়। নিহতের বিষয়টি নিশ্চত করেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার বিকাশ চন্দ্র বিশ্বাস। অপরদিকে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে বেলা ১২টার দিকে পুলিশের সাথে সংঘর্ষে সুমন শেখ নিহত হয়। নিহতের বিষয়টি নিশ্চিত করেন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাক্তার সৌমেন সাহা। এ দিকে বিকেল ৩টার দিকে শহরের পারনান্দুয়ালী এলাকায় সংঘর্ষের সময় মাথায় গুলি বিদ্ধ হয়ে ফরহাদ হোসেন মারা যায়। মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক মহাসীন উদ্দিন ফকির।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা