২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুষ্টিয়ার সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ

কুষ্টিয়ার মজমপুর বাস ডিপো - নয়া দিগন্ত

সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার ভোর থেকে কুষ্টিয়ার সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ রয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে নাইটকোচগুলো কুষ্টিয়ায় পৌঁছে বাসগুলো নিরাপদে রেখে শ্রমিকেরা নিজ নিজ গন্তব্যে চলে গেছে।

আজ ভোর থেকে কুষ্টিয়া থেকে ঢাকাসহ আন্তঃজেলা বাস ছেড়ে যায়নি। ঢাকার বাস কাউন্টার গুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে বাস বন্ধ থাকায় যাত্রীরা সেখান থেকে ফিরে যাচ্ছে। শহরের মজমপুর বাস ডিপো থেকে খুলনা অভিমুখি গড়াই পরিবহনের গাড়িগুলো ডিপো থেকে বের করা হয়নি।

দেশের দক্ষিণ ও উত্তারাঞ্চলের যোগাযোগের মধ্যবর্তী জেলা কুষ্টিয়ার সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে সকাল থেকেই শহর এবং শহরতলীর সর্বত্র থমথমে পরিবেশ বিরাজ করছে। মজমপুরগেটের গড়াই কাউন্টারের শ্রমিকেরা জানান, ছাত্রদের অসহযোগ আন্দোলন থাকায় কুষ্টিয়া থেকে খুলনার রুটে কোনো বাস ছেড়ে যায়নি। ঢাকার বাস কাউন্টার অধিকাংশ বন্ধ ছিল। দুই-একটি খোলা থাকলেও সেখানে যেয়ে দেখা গেছে কর্মচারীরা ঘুমাচ্ছে।

তবে ভোর থেকে জেলার উপজেলা গুলো ও পাশ্ববর্তী মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের রুটে সিএনজি ও অটোরিকসা চলাচল করতে দেখা গেছে। এদিকে শহরের কয়েকটি পয়েন্টে স্বল্প সংখ্যক পুলিশ দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়েনি।

 


আরো সংবাদ



premium cement