২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঝিনাইদহে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্ররা

ঝিনাইদহে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্ররা - ছবি : নয়া দিগন্ত

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে হাজারো ছাত্রজনতা রাজপথে নেমে আসে।

শনিবার (৩ আগস্ট) দুপুরে এ সময় মিছিল আর স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঝিনাইদহ শহর। ক্ষণিকের জন্য থেমে যায় সবকিছু। যান চলাচল বন্ধ হয়ে যায় পায়রা চত্বর ও পোস্ট অফিস মোড়ে।

শিক্ষার্থীদের মুষ্ঠিবদ্ধ হাত ওঠা বিক্ষোভের ঢেও আছড়ে পড়ে। রাস্তার দুই পাশে দাড়ানো উৎসুক জনতাও হাত নেড়ে বিক্ষোভকারীদের স্বাগত জানাতে থাকেন। শিক্ষার্থীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসুচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, পেশাজীবী সংগঠন, আইনজীবী, অভিভাবক এমনকি শিশুরাও অংশ নেয়।

দুপুর ১২টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রেরণা একাত্তর চত্বর ঘুরে পায়রা চত্বরে এসে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সমন্বয়ক শারমিন আক্তার, শিক্ষার্থী হৃদয় হোসন, হুসাইন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রত্না খাতুন বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা, ছাত্র হত্যার বিচার ও সারাদেশে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের দ্রুত নিঃশর্ত মুক্তিসহ তাদের নয় দফা দাবি পুরনে সরকারের প্রতি আহ্বান জানান। দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ দিকে আন্দোলনকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হলেও পুলিশ তারা ছিল নমনীয়।


আরো সংবাদ



premium cement