কুষ্টিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ
- কুষ্টিয়া প্রতিনিধি
- ০৩ আগস্ট ২০২৪, ১৫:৩০, আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১৫:৫৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন ও ছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। মহাসড়কের মজমপুরগেট থেকে চৌড়হাস মোড় পর্যন্ত ব্যস্ততম সড়কটি ছিল আন্দোলনাকারী শিক্ষার্থীদের দখলে। এ কর্মসূচিতে যোগ দেন হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবক।
শনিবার সকাল ৯টা থেকে শহরের হাসপাপাতাল মোড়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ১০টার দিকে শিক্ষার্থীরা প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। শিক্ষার্থীদের সামনে ও পেছনে ছিল বিপুল সংখ্যক পুলিশ।
মিছিলটি সার্কিট হাউজ দিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে উঠে চৌড়হাস অভিমুখে যায়। মিছিলটি উপজেলা মোড়, কাস্টমস মোড়, ফুলতলা হয়ে চৌড়হাস মোড়ে পৌঁছায় সেখানে কিছু সময় অবস্থান করে মিছিলটি আবারো মজমপুরের দিকে রওনা হয়। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করতে যোগ দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। দীর্ঘ তিন কিলোমিটার মহাসড়কটি শিক্ষার্থীদের দখলে ছিল।
মজমপুরগেটে শিক্ষার্থীরা কিছু সময় সেখানে অবস্থান নেয়। বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে এই মহাসড়কের পাঁচ ঘণ্টা বাস ও ট্রাক চলাচল সম্পুর্ণ বন্ধ ছিল। এ সময় অটোরিকসা ও রিকসা চলাচল করতে দেখা গেছে।
মিছিলে শিক্ষার্থীদের সাথে অনেক অভিভাবকের উপস্থিতি দেখা যায়। মিছিলের পেছন ভাগে শতাধিক পুলিশ, বিজিবির উপস্থিত সার্বক্ষণিক লক্ষ্য করা গেছে। মিছিলে শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নেয়ার সাথে সাথে সরকারের পদত্যাগের দাবিতে নানান স্লোগান দিতে দেখা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা