২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাংবাদিকসহ ছাত্র-জনতা নিহতের প্রতিবাদে জেইউজের মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত চার সাংবাদিকসহ সারাদেশে গণতন্ত্রকামী অগণিত ছাত্র-জনতার হত্যার বিচার এবং গ্রেফতার হওয়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সাংগঠনিক সম্পাদকের মুক্তির দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর।

শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান।

এছাড়াও মানববন্ধনে স্বাগত বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।

মানববন্ধনে সাংবাদিকদের ইউনিয়ন যশোরের সাবেক নেতারা, অন্যান্য সাংবাদিক সংগঠন, শিক্ষক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। সংহতি প্রকাশ করে মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এখন আর কোটা সংস্কার আন্দোলন নেই। কোটা সংস্কার আন্দোলনে যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে তা এখন গণআন্দোলনে পরিণত হয়েছে। এখন দেশজুড়ে এক দফার আন্দোলন শুরু হয়েছে। এই সরকারের পদত্যাগ ছাড়া উদ্ভূত পরিস্থিতি সমাধানে আর কোনো পথ খোলা নেই।


আরো সংবাদ



premium cement

সকল