২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

ছাত্রসহ হত্যার বিচার ও গ্রেফতারদের মুক্তিসহ নয় দফা দাবি আদায়ে ঝিনাইদহে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশে করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফরের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে শহরের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা জড়ো হলে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের জেলা সমন্বয়কারী শারমিন সুলতানা ও হুসাইন। সমাবেশ চলাকালে আইনজীবী নেতা অ্যাডভোকেট জাকারিয়া মিলন, অ্যাডভোকেট বদিউজ্জামান ও অ্যাডভোকেট আব্দুল আলীম তাদের সাথ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

বৈষম্যবিরোধী ছাত্র নেতারা তাদের বক্তব্যে বলেন, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে অব্যাহত থাকবে। তারা অভিযোগ করেন, সাধারণ ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। এছাড়া পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের মুক্তি দিতে হেব। এদিকে আন্দোলনকে ঘিরে জেলায় নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। শহরে প্রবেশে বিশেষ করে বিভিন্ন মসজিদের সামনে পুলিশ মোতায়েন করা ছিল।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, আন্দোলনকারীরা শান্তিপূর্ণ সমাবেশ করে চলে গেছে। এ কারণে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।


আরো সংবাদ



premium cement

সকল