ইবিতে বৈষম্য বিরোধীদের দোয়া মাহফিল ও বিক্ষোভ
- ইবি সংবাদদাতা
- ০২ আগস্ট ২০২৪, ১৫:৫৭
কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন বাহিনীর গুলিতে নিহত শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার জুম’আর নামাজের শেষে কেন্দ্রীয় মসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজন করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. নাছির উদ্দিন মিঝি, ড. শেখ এবিএম জাকির হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে আন্দোলনকারীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন চত্ত্বর প্রদক্ষিণ করে ক্যাম্পাসের শহীদ মিনারে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এ সময় আন্দোলনকারীরা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ন্যাক্কারজনক গণহত্যা চালানো হয়েছে। এ দিকে, এর সুষ্ঠু বিচার না করে আন্দোলনকারীদেরকেই গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। এতে এটা স্পষ্ট হয়েছে যে প্রশাসনের সুষ্ঠু বিচারের কোনো ইন্টেনশন নেই। কিন্তু আমরা আমাদের ভাই হত্যার বিচার না নিয়ে ঘরে ফিরবো না।
এ দিকে, শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কন, দেয়াল লিখন ও পোস্টারিং করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা