খুলনায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ : অভিযুক্ত ৩০০, গ্রেফতার ১১
- খুলনা ব্যুরো
- ০১ আগস্ট ২০২৪, ১৯:৫৮, আপডেট: ০১ আগস্ট ২০২৪, ২০:১১
খুলনায় গত বুধবার বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) আটক ছয় ছাত্রকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এছাড়া সোনাডাঙ্গা থানার আরেক মামলায় অভিযুক্ত করে আরো পাঁচ ছাত্রকে একইসাথে হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে নগরীর সদর থানার এসআই হাসানুর রহমান সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০ জন থেকে ৩০০ জনকে আসামি করে মামলা রুজু করেন।
মামলায় সংঘর্ষের সময় আটক ছয় বিক্ষোভকারীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
অপরদিকে এর আগে গত ১৮ জুলাই এস আই সুমন মণ্ডল নগরীর সোনাডাঙ্গা থানায় অজ্ঞাত পরিচয় ২০০ জন থেকে ২৫০ জনকে আসামি নাশকতার আরেকটি মামলা করেন। সে মামলায়ও পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে নগরীর সাত রাস্তার মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে খুলনায় কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নগরীর খুলনা, সোনাডাঙ্গা, হরিণটানা, দৌলতপুর ও খালিশপুর থানায় নাশকতার মোট পাঁচটি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা