নিহত আন্দোলনকারীদের স্মরণে ইবিতে মৌন মিছিল
- ইবি সংবাদদাতা
- ০১ আগস্ট ২০২৪, ১৮:০২
কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন বাহিনীর গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে মৌন মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সাড়ে ৩টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশ থেকে এ মিছিল শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে ক্যাম্পাসের শহীদ মিনারে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘ছাত্রসমাজের কয় দফা-নয় দফা নয় দফা’ ‘লাশের হিসাবকে দিবে-কোন কোটায় দাফন হবে?’ ‘শেইম শেইম- ডিক্টেটর’ ‘আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে’ ‘আগে দে লাশের হিসাব-তারপরে সংলাপ’ সহ নানা শ্লোগান দেন। এ সময় মুশলধারে বৃষ্টি শুরু হলে বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের শহীদ ভাইয়েরা কবরে আর তার খুনিরা কিভাবে হরহামেশাই ঘুরে বেড়াচ্ছে। অনতিবিলম্বে তাদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। ছাত্রসমাজের সাথে নাটক করতে আসবেন না। ছাত্রসমাজের সাথে লাগতে এসেছিল এরশাদ, দয়া করে তার ইতিহাস পড়ে নেবেন।
তিনি আরো বলেন, প্রতিদিন বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। এভাবে হয়রানি করে ছাত্রসমাজকে আন্দোলন থেকে সরানো যাবে না। আমাদের নয় দফা দ্রুত বাস্তবায়ন করুণ। নতুবা শিক্ষার্থীরা তাদের ফলাফল না নিয়ে বাসায় ফিরবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা