কুষ্টিয়ায় পুলিশি বাধা, আটক ১৬
- কুষ্টিয়া প্রতিনিধি
- ৩১ জুলাই ২০২৪, ১৯:২৫
কুষ্টিয়ায় পুলিশি বাধার মুখে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচী পালন করতে পারিনি। তবে ১৬ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
বুধবার দুপুর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুষ্টিয়া কালেক্টরেট চত্বর ও আদালত চত্বরে প্রবেশ করতে পারিনি। কিছু সংখ্যক শিক্ষার্থী আদালত চত্বরে প্রবেশ করলে পুলিশি তৎপরতায় শিক্ষার্থীদের সেখান থেকে বের করে দেয়া হয়।
এদিকে শিক্ষার্থীদের বিকেল ৩টার পর ডিসি অফিস চত্বরের বাইরে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশে জড়ো হতে থাকে। এ সময় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি উপস্থিত হয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর পুলিশ সেখান থেকে ১৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকদের অধিকাংশই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়। শিক্ষার্থীদের কর্মসূচীর কারণে কুষ্টিয়া কাল্টেরেট চত্বরের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা বন্ধ রাখা হয়। কাল্টেরেট চত্বরের প্রবেশের মুল গেট সর্বসাধারনের জন্য বন্ধ রাখা হয়েছিল। ফলে জেলা প্রশাসক কার্যালয় ও আদালত প্রাঙ্গনে আসা মানুষদের কষ্ট করে ঘুরে বিকল্প পথ দিয়ে যাতায়াত করতে দেখা গেছে।
এ সময় সাংবাদিকেদের প্রবেশে বাঁধার মুখে পড়তে হয়। আদালত প্রাঙ্গণে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী জানান, আদালত চত্বর ও জেরা প্রশাসকের কার্যায় সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আপাতত ১৬ জনকে আটক করা হয়েছে। যাচাই বাচাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা