চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নিহত ২
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ২৫ জুলাই ২০২৪, ১৫:৪৩
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দু’জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজন মারা যান। এ দিকে, সাপের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো দু’জন।
নিহতরা হলেন, সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ (১২) ও সদর উপজেলার ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন (১৬)।
এছাড়াও সদর হাসপাতালে কনিকা (১৭) ও ইভা (২১) নামের আরো দু’জন সাপের কামড়ে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও স্বজনরা জানায়, দেবাশিষ ও রাজনকে সাপে দংশন করলে বৃহস্পতিবার সকালে তাদের দুইজনকে পরিবারের লোকজন হাসপাতালে এনে ভর্তি করে। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তারা মারা যান। এছাড়া সদর উপজেলার পীতম্বরপুর গ্রামের হাসান আলীর মেয়ে কনিকা ও ইভা নামের আরো এক নারী সাপের দংশনে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সাপে কামড়ানো রোগী হাসপাতালে আসার পরই ভ্যাকসিন দেয়া হয়।
তবে, হাসপাতালে আনতে দেরি হলে মৃত্যুর শঙ্কা থেকেই যায়। তাই দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা