যশোরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, শিক্ষার্থীদের মিছিল
- যশোর অফিস
- ১৮ জুলাই ২০২৪, ১২:৫৮
যশোরে কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিজিবি ও পুলিশি টহল উপেক্ষা করে শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে শহরের বই মার্কেটের সামনে জড়ো হয়। এ দিন বেলা ১১টার মধ্যে সেখানে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হয়। এরপরই মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে আন্দোলনকারীরা চাঁচড়ার দিকে চলে যায়।
এছাড়া ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে যশোর থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। সড়কে যানবাহন চলাচল ছিল অনেক কম। শহর অন্যান্য দিনের তুলনায় ফাঁকা ছিল। মোড়ে মোড়ে মোতায়েন করা হয় পুলিশ। ছিল বিজিবির টহলও।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, যশোর-খুলনা ও যশোর-ঢাকা মহাসড়কের চাঁচড়া মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা