২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুষ্টিয়ায় কোটাবিরোধীদের তোপে পালালো ছাত্রলীগ

কুষ্টিয়ায় কোটাবিরোধীদের তোপে পালালো ছাত্রলীগ - ছবি : নয়া দিগন্ত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কুষ্টিয়া শহরে শিক্ষার্থীদের উপস্থিতিতে বিক্ষোভ চলাকালে ছাত্রলীগের মহড়া দিতে এসে গুলি ছুড়ে পালিয়ে গেলে তাদের ৮টি মোটরসাইকেল পোড়ানো হয়েছে। পুরো শহর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ সময় ছাত্রলীগের ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা কুষ্টিয়া শহরের মজমপুরগেট থেকে চৌড়হাস মোড় পর্যন্ত কুষ্টিয়া-খুলনা মহাসড়ক নিজেদের দখলে নিয়ে শ্লোগান দিতে থাকে। বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা মিছিল সহকারে চৌড়হাস ফুলতলা গেলে সেখানে ছাত্রলীগের সভাপতি অনিকের নেতৃত্বে থাকা শতাধিক নেতাকর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনরতদের দিকে তেড়ে আসে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা মারমুখি হয়ে তাদের ধাওয়া করলে তারা মোটরসাইকেল রেখে দ্রুত গুলি ছুড়তে ছুড়তে বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যায়।

এ সময় কয়েকজনকে বেড়ধক পিটিয়ে আহত করা হয়ে বলে জানা গেছে। পরে ছাত্রলীগের ফেলে যাওয়া ৮টি মোটরসাইকেল এক সাথে জড়ো করে শিক্ষার্থীরা আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপন করে। এ সময় শিক্ষার্থীদের সামনে ও পেছনে পুলিশি প্রহরা ছিল। সন্ধ্যায় আন্দোলতরত শিক্ষার্থীরা মজমপুরগেটে রেলপথ অবরোধ করে ট্রেন আটকিয়ে দেয়। আন্দোলন চলার মুহূর্তে প্রায় ৩ ঘণ্টা কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-ঢাকার সাথে যানবাহন চলাচল বন্ধ ছিল।


আরো সংবাদ



premium cement