চুয়াডাঙ্গায় লুঙ্গির ভেতর থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ১০ জুলাই ২০২৪, ১৭:১০
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের আটটি স্বর্ণের বারসহ আকরাম হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা ৬-বিজিবির ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক আকরাম হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বাগানপাড়ার মরহুম আব্দুস সত্তারের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) বিকেল ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘সকালে গোপন সূত্রে সংবাদ পাই ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঠাকুরপুর বাগানপাড়ার মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯০ হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর বাগানপাড়া বটগাছ তলার নিচে অ্যাম্বুশ করে। দুপুর সাড়ে ১২ টার দিকে বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে। ওই সময় মোটরসাইকেলচালক পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। বিজিবি সশস্ত্র টহলদল মোটরসাইকেলচালক আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কোমরের সাথে লুঙ্গির ভেতর স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করে। ওই প্যাকেটের ভেতর হতে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা।’
তিনি আরো জানান, সুবেদার মো: সাইফুল ইসলাম মামলা করলে আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। এছাড়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা