০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

শৈলকুপায় দুর্বত্তরা রাতের আঁধারে কেটে ফেলেছে ১৪ কৃষকের কলাগাছ

শৈলকুপায় দুর্বত্তরা রাতের আঁধারে কাটে ফেলেছে ১৪ কৃষকের কলাগাছ - ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ১৪ কৃষকের ২০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। সামাজিক আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের যুগীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিল্টন, আমেদ আলী ও শাহীন আলমসহ প্রায় ১৪ জন কৃষকের জমিতে আবাদ করা ২০ বিঘা জমির কলাগাছ ও পাঁচ বিঘা জমির মরিচ গাছ এবং দুই বিঘা জমির কচু গাছ রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দেয়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়েছে। তবে সামাজিক দ্বন্দ্বের কারণেই এই ঘটনাটা ঘটেছে বলেক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি।

এ ব্যাপারে যুগীপাড়া গ্রামের কৃষক শাহীন আলম জানান, ধারদেনা করে গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে কলার আবাদ করেছিলেন। দু’দিন আগেও কলাক্ষেতে সার দিয়েছি। কিছুদিনের মধ্যেই কলা গাছে কাঁদি আসতে শুরু করবে। কিন্তু রাতের আধারে জমির সব কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। একইসাথে নষ্ট করে দিয়েছে মরিচের ক্ষেতও। এদিকে আবাদ করা জমির ফসল দুর্বৃত্তরা কেটে দেয়ায় এখন দিশেহারা হয়ে পড়েছে কৃষক শাহীন।

জানা গেছে, যুগিপাড়া গ্রামে আব্দুল হান্নান সাথে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে মুক্তিযোদ্ধা রইচ উদ্দিনের সামাজিকভাবে বিরোধ চলে আসছে। তার যে ধরেই প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শুনেছি যোগী পাড়া গ্রামের মাঠে রাতের আঁধারে কৃষকের কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তীকালীন সরকারকে গণতান্ত্রিক অধিকার কমিটির ১৩ প্রস্তাবনা ঢাবিতে চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন অনুষ্ঠিত ইলিশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে আইস্ক্রিনে ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ ‘চক্র’ ভারী বর্ষণে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগ বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার হতাশ করছে : মেজর হাফিজ আবরারের মৃত্যুবার্ষিকীতে শাহবাগে সংহতি সমাবেশ কাল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষাব্যবস্থার বৈষম্য দূর করা হবে : অধ্যাপক মুজিবুর রহমান জাল ভিসা দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের দায়ে গ্রেফতার ২

সকল