ক্লাস বর্জন করে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ইবি সংবাদদাতা
- ০৬ জুলাই ২০২৪, ১৬:১৯
২০১৮ সালের কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে আবারো মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। এদিকে কোটা সংস্কার না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষকদের সর্বাত্মক আন্দোলন শেষ হলেও ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন ক্লাস বর্জনকারী শিক্ষার্থীরা।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি প্রধান ফটক হয়ে পাশের শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে মিলিত হয়। পরে সেখানে মহাসড়ক অবরোধ করে কোটা বাতিলের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। অর্ধঘণ্টার এ অবরোধে দুই পাশে সৃষ্ট দীর্ঘ যানজটের ফলে ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রীরা। এর আগে বৃহস্পতিবার একই স্থানে অবরোধ করেন শিক্ষার্থীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা