০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ জিলহজ ১৪৪৫
`

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত - ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজমুল হোসেন (২৮) নামে এক বাংলাদেশী যুবকআহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, আহত অবস্থায় আজমুলকে উদ্ধারের পর ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে বিএসএফ। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আজমুল হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মো: আব্বাস আলীর ছেলে।

গ্রামবাসীরা জানায়, আজমুল হোসেনসহ পাঁচ-ছয়জন বাংলাদেশী বৃহস্পতিবার ভোরে ঠাকুরপুর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৮২-বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফের গুলি আজমুল হোসেনের পায়ে লেগে তিনি গুরুতর আহত হন এবং তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে বিএসএফের সদস্যরা আহত আজমুল হোসেনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আজমুল হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সীমান্তে বিএসএফের গুলিতে আজমুল হোসেন নামে এক যুবকের আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement