০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ জিলহজ ১৪৪৫
`

নিজেকে নির্দোষ প্রমাণে জেলা আ’লীগ সভাপতির ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিজেকে নির্দোষ প্রমাণে জেলা আ’লীগ সভাপতির ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা - নয়া দিগন্ত

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন। সদর উপজেলার হামিদপুর গ্রামে একটি জায়গা দখল করা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে তিনি এই ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

জানা গেছে, আসাদুজ্জামান নামে এক ব্যক্তি বেশ কয়েক দিন ধরে অভিযোগ করে আসছেন, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন তার জায়গা জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছেন। কয়েক দিন আগে শতাধিক সন্ত্রাসী নিয়ে আসাদুজ্জামানের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে এক কোটি টাকার সম্পদ লুট করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ওই অভিযোগের জবাব দিতে মঙ্গলবার পাল্টা সংবাদ সম্মেলন করেন শহিদুল ইসলাম মিলন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ওই দিন ঘটনাস্থলে গেছি প্রমাণ করতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেব। আমার ছেলে জেলা আওয়ামী লীগ নেতা সামির ইসলাম পিয়াস গিয়েছিল প্রমাণ করতে পারলে পুরস্কার দেব ১৫ লাখ টাকা। আর অভিযোগকারী আসাদুজ্জামান যদি জমির কাগজপত্র দেখাতে পারেন তাহলে আরো ১০ লাখ টাকা দেব পুরস্কার।’

সংবাদ সম্মেলন করে ৪৫ লাখ টাকা পুরস্কার দেয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর শহরজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ টিপ্পনি কেটে বলছেন, ‘এক ঘটনায় জেলা আওয়ামী লীগ সভাপতি যদি ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করতে পারেন তাহলে তার কী পরিমাণ অর্থ রয়েছে।’

উল্লেখ্য, হামিদপুরের আসাদুজ্জামানের সাথে তার বেয়াই নুরুল ইসলামের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তিনি ওই জমি দখলে নেয়ার জন্য চেষ্টা করে আসছেন। কয়েক দিন আগে শতাধিক যুবক আসাদুজ্জামানের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে।

আসাদুজ্জামানের অভিযোগ, শহিদুল ইসলাম মিলন এটি করিয়েছেন। এরপর নিজেকে নির্দোষ প্রমাণিত করতে মিলন সংবাদ সম্মেলন করে এই পুরস্কার ঘোষণা করলেন।


আরো সংবাদ



premium cement
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ শুরু ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত চীনে বিজনেস সামিটে ৭০০ কোটি ডলারের তহবিল চাইবে বাংলাদেশ উখিয়ায় ভারী বর্ষণে ৪০ গ্রাম প্লাবিত খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ এসসিও-এর শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদি কেন নিজে গেলেন না দোয়ারাবাজারে নৌকাডুবি : ১ জনের লাশ উদ্ধার আবারো যুক্তরাজ্যের এমপি হলেন টিউলিপ সিদ্দিক ঢাকাসহ সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, স্টারমারকে অভিনন্দন সুনাকের

সকল