জীবননগর মনোহরপুর ইউপি চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা
- আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)
- ২৯ জুন ২০২৪, ১১:৩০
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান সুরুউদ্দিনের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে। এ সময় তারা চেয়ারম্যানের পিঠের ওপর কোপ দিয়ে পালিয়ে গেছে।
ঘটনাটি শুক্রবার রাত ৮টার দিকে মনোহরপুর আলার মোড় নামক স্থানে সংঘটিত হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গত এক মাসের ব্যবধানে উপজেলায় দু’জন চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের অভিন্ন স্টাইলে হামলার ঘটনায় জনপ্রতিনিধিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান সুরু উদ্দিন (৬৫) প্রতিদিনের মতো শুক্রবার রাত ৮টার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের মনোহরপুর আলা মোড় নামক স্থানে একটি চায়ের দোকানে চা খাওয়ার পর তিনি একাকী মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি তার বাড়ীর অদুরে রাস্তায় মোটরসাইকেল আরোহী দু’জন দুর্বৃত্তের কবলে পড়েন। দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে অবস্থান করছিল এবং চেয়ারম্যান সুরুউদ্দিনকে তারা হত্যার উদ্দেশ্যে পিঠের ওপর কোপ দিয়ে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়। এ সময় চেয়ারম্যানের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়া তাকে উদ্ধার করেন। তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর মন্ডল বলেন, ঘটনার পর পরই আমরা হাসপাতালে যাই। দু’জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে আমাদের চেয়ারম্যান সুরুউদ্দিনের পিঠের ওপর জখম করে পালিয়ে যায় বলে জানতে পেরেছি। এর বেমি কিছু আমি জানতে পারিনি। চেয়ারম্যান সাহেব সুস্থ হলেই সব কিছু জানা যাবে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবিদ হাসান বলেন, ঘটনার পর পরই অপরাধীদেরকে সনাক্ত করে তাদেরকে গ্রেফতারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তা এখনো পরিস্কার নয়। আহত চেয়ারম্যানকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ থানায় পাওয়া যায়নি।
উল্লেখ্য,গত ২৮ মে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান চাচার ওপর হামলা করে দুর্বৃত্তরা। এক মাসের ব্যাবধানে দুর্বৃত্তরা একইভাবে শুক্রবার রাতে মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে। ঘটনাটি জনপ্রতিনিধিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা