বৃষ্টিতে নিয়ন্ত্রণে শরণখোলার আগুন
- রবিউল ইসলাম বাগেরহাট
- ২৮ জুন ২০২৪, ০৬:১৩
বাগেরহাটের শরণখোলা উপজেলাসদরের পাঁচ রাস্তার মোড় রায়েন্দা বাজারের আগুন নিয়ন্ত্রণে বৃষ্টি সহায়ক হয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই আগুন লাগে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখন জানা যায়নি।
আগুনের খবর পেয়ে শরণখোলা উপজেলা ও পার্শবর্তী মোড়েলগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট আগুনে ওই বাজারের দোকানপাট পুড়তে থাকা অবস্থায় ওই এলাকায় বৃষ্টি শুরু হয়। ফলে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়ক হয় এই বৃষ্টি।
তবে এই সময়ের মধ্যে ১০টি দোকন পুড়ে ছাই হয়ে যায়। শরণখোলা উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা আফতাব ই আলম জানান, এদিন রাত সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়েছেন। শরণখোলা ইউনিটের ও পার্শবর্তী মোড়েলগঞ্জ ইউনিটের কর্মীদের প্রচেষ্টা একই সাথে বৃষ্টির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সমম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে। ইতিমধ্যে ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা