সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির প্রতিনিধি দল ভারতে
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ২২ জুন ২০২৪, ১৭:২৫
সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।
শনিবার (২২ জুন) সকালে যশোরের বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দলটি ভারতের কলকাতায় যান। এ সময় বেনাপোল নো-ম্যান্ডল্যান্ড এলাকা থেকে বিজিবির অফিসারদের বিএসএফ অফিসাররা ফুল দিয়ে অভ্যার্থনা জানান।
২২-২৫ জুন ২০২৪ তারিখ পর্যন্ত রিজিয়ন কমান্ডার (দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম রিজিয়ন) এবং আইজি বিএসএফ (সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গোহাটী ফ্রন্টিয়ার) এর মধ্যে কলকাতা, ভারতে সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই সম্মেলন ১২ জন অফিসার সামরিক/অসামরিক), ম্যাডামসহ সর্বমোট ১৯ জনের একটি প্রতিনিধি দল রয়েছে।
প্রতিদিন দলে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, কর্নেল মো: ইমরান ইবনে রউফ, কর্নেল এমারাত হোসেন।
লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল, লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাহযাহার, লেফটেন্যান্ট কর্নেল মো: ফারুক হোসেন খান, লেফটেন্যান্ট কর্নেল মো: তানজীর আহম্মদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসিবুল হাসান, তুষিতা চাকমা, কাউন্সেলর (রাজনৈতিক) বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার কলকাতা।
প্রতিনিধি দলটি সম্মেলন শেষে ২৫ জুন সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানান সুবেদার মিজানুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা