২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যশোরে রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যুর খবর গুজব

- ছবি - বাসস

সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আলোচনা হওয়ায় যশোরে বিষধর সাপ রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক বেড়েছে। নওয়াপাড়ায় রাসেল ভাইপারের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছে। তবে এটি একটি গুজব বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক না, সচেতন হওয়া জরুরি- এমন বার্তা দিয়েছে বিভাগটি।

জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি কক্সবাজারের পেকুয়ায় দুই বছর আগে মারা যাওয়া একটি শিশুর। সেই ছবি ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। যশোর জেলায় রাসেল ভাইপারের কামড়ে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

২০২২ সালের ১৩ অক্টোবর একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়ায় সাপের কামড়ে সাদেক মো: জিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই প্রতিবেদনে ব্যবহৃত সাদেক মো: জিহানের ছবিটি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের অনেকে পোস্ট দিয়েছেন-যশোরের নওয়াপাড়ায় রাসেল ভাইপার সাপের কামড়ে শিশুটি মারা গেছে। এটি শেয়ার করে এক ধরণের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

এ বিষয়ে যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক বলেন, যশোরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। এখন পর্যন্ত এ জেলায় রাসেল ভাইপার সাপের অস্তিত্ব বা কামড়ে কেউ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, আতঙ্কিত নয়, সচেতন হতে হবে। এটা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক থাকায় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। জেনারেল হাসপাতালসহ আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনমের ব্যবস্থাসহ দ্রুততম সময়ের মধ্যে এ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরে প্রচারসহ বিভিন্ন পদক্ষেপ স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী গ্রহণ করা হবে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
হিলি দিয়ে ফের পেঁয়াজ ও আলু আমদানি শুরু চট্টগ্রামে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬ ইন্দুরকানী প্রেসক্লাবের নতুন সভাপতি নাসির, সম্পাদক মনির ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স প্রথম বর্ষের আগামীকালের পরীক্ষা স্থগিত হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা টিসিবির ওএমএস কার্যক্রমে যুক্ত হচ্ছে ১০ লাখ পোশাকশ্রমিক গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ভূমি উপদেষ্টা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : জাতীয় নাগরিক কমিটি চিন্ময়ের গ্রেফতার ইস্যুতে যে বার্তা দিলো ভারতের কংগ্রেস ‘আইনজীবিকে হত্যা করে ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে’ চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে আক্রমণাত্মক ভারত

সকল