২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈদে ৫ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি

- ছবি : নয়া দিগন্ত

ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। সেইসাথে কাস্টমস এবং বন্দরে ও সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে, এ সময়ের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, আগামী ১৭ জুন মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ১৪ থেকে ১৮ জুন ভারত-বাংলাদেশে সরকারি ছুটি। এজন্য দু’দেশের মধ্যে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে মর্মে একটি চিঠি আমরা পেয়েছি। তবে, আগামী ১৯ জুন সকাল থেকে আবারো এ পথে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক নিয়মে শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এ পথে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এ সময় সাধারণত যাত্রী যাতায়াত একটু বেশি থাকে সেজন্য ডেস্ক এবং অফিসার সংখ্যা বাড়ানো হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, টানা পাঁচ দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে।

আগামী ১৯ জুন সকাল থেকে আবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
দ্বিতীয় দিনের উত্থানে পুঁজিবাজার বিমানবাহিনীর আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া প্রদর্শন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত অ্যাডভোকেট সাইফুল নিহতের ঘটনায় আইআইইউসি ভিসি ট্রাস্টের শোক প্রকাশ ইউনিলিভার বাংলাদেশের সাসটেইনেবিলিটি ব্লু বুক প্রকাশ প্রাইম ব্যাংক ও এফএমওএর ডকুমেন্ট বিনিময় সাউথইস্ট ব্যাংক ও বিডা-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ঢাবি বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত সিলেটে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ শুধু বিসিএস পরীক্ষার পেছনে না ছুটে উদ্যোক্তা হোন : চবি ভিসি চুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৪ অথবা ২৫ জানুয়ারি

সকল