২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পৃথক সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ নিহত ৩

- ছবি : প্রতীকী

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভারতীয় নাগরিকসহ তিনজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় কার্লভাটের কাছে এবং বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভোমরা স্থলবন্দরের পার্কিংয়ের ভিতরে এ ঘটনা ঘটে।

নিহত ভারতীয় নাগরিক হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বশিরহাট থানার ইটিন্ডা কলবাড়ি গ্রামের হাবিবুল্লাহ মন্ডলের ছেলে ট্রাকের হেলপার শাহিন মন্ডল (১৮)।

অপর দু’জন হলেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে ট্রাকচালক মনিরুল ইসলাম (৩৪) এবং দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মুনসুর আলীর ছেলে ট্রাকের সহকারী জুলফিকার আলী (৩৭)।

সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভারতীয় পণ্যবাহী ট্রাকের সহকারী শাহিন মন্ডল ভোমরা স্থলবন্দরের পার্কিংয়ের ভেতরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সূত্রে আরো জানা গেছে, শাহিন মন্ডল ভারতের রাজেন্দ্রপুর এলাকার ট্রাকচালক মিন্টু ঘোষের ট্রাকের সহকারী ছিলেন। রোববার (৯ জুন) পাথর ভর্তি ট্রাক নিয়ে তারা ঘোজাডাঙ্গা থেকে ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেন। এ দিকে, পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় কার্লভাটের কাছে ট্রাক খারাপ হয়ে যাওয়ায় চালক মনিরুল ইসলাম ও সহকারী জুলফিকার আলী ট্রাকের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের দু’জনকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে গুরুতর আহত হয় চালক মনিরুল ইসলাম ও সহকারী জুলফিকার। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তৃব্যরত চিকিৎসক ডা: সাইফুল ইসলাম তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: সাইফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ভারতীয় নাগরিক শাহিন মন্ডল ও সাতক্ষীরার ট্রাকচালক মনিরুল ইসলাম এবং সহকারী জুলফিকার আলী মারা যান। ভোরে মনিরুল ইসলাম ও জুলফিকার আলীর লাশ তাদের স্বজনরা নিয়ে যায়।

তবে, ভারতীয় নাগরিক শাহিন মোড়লের লাশ এখনো সদর হাসপাতালে রয়েছে বলেও জানান ওই চিকিৎসক।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার ট্রাকচালক মনিরুল ইসলাম ও সহকারী জুলফিকার আলী এবং ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন ভারতীয় নাগরিক শাহিন মন্ডলের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
হারল সাকিবের দল বাংলা টাইগার্স কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ হিলি দিয়ে ফের পেঁয়াজ ও আলু আমদানি শুরু চট্টগ্রামে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬ ইন্দুরকানী প্রেসক্লাবের নতুন সভাপতি নাসির, সম্পাদক মনির ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স প্রথম বর্ষের আগামীকালের পরীক্ষা স্থগিত হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা টিসিবির ওএমএস কার্যক্রমে যুক্ত হচ্ছে ১০ লাখ পোশাকশ্রমিক গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ভূমি উপদেষ্টা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : জাতীয় নাগরিক কমিটি চিন্ময়ের গ্রেফতার ইস্যুতে যে বার্তা দিলো ভারতের কংগ্রেস

সকল