চৌগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
- চৌগাছা (যশোর) সংবাদদাতা
- ১১ জুন ২০২৪, ১৮:৩৯
যশোরের চৌগাছায় বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে রাওফি রহমান (১৭) নামে এক কিশোর।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রাওফি উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের ফতেপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
জানা গেছে, বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল রাওফি। কিন্তু বেপরোয়া গতির কারণে সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায় এবং ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা