২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় সখ্যতা গড়ে গরু ব্যবসায়ীদের সর্বস্ব লুট, গ্রেফতার ৬

চুয়াডাঙ্গায় সখ্যতা গড়ে গরু ব্যবসায়ীদের সর্বস্ব লুট, গ্রেফতার ৬ - ছবি : নয়া দিগন্ত

যাত্রীবেশী অজ্ঞান পার্টি চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা। ওই চক্রটি বিভিন্ন পন্থায় মানুষকে অজ্ঞান করে সর্বস্ব ছিনিয়ে নেয়ার কর্মকাণ্ডে জড়িত ছিল।

শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টায় তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

গ্রেফতাররা হলেন বাগেরহাট জেলার বাচ্চু মাঝি (৪৭), চুয়াডাঙ্গা জেলার হাসেম আলী (৪৬), সালামত (৫০), শাহাবুদ্দিন শুকচাঁন (৩০), ইব্রাহিম (৫০) ও আব্দুর রাজ্জাক (৪৬)।

এর আগে চুয়াডাঙ্গার কয়েকটি পশু হাটে ও যাত্রীবাহী বাসের মধ্যে ফাঁদ পেতে গরু ব্যবসায়ীদের টার্গেট করে অজ্ঞান করে নগদ টাকা লুটে নেয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব ছিনিয়ে নেয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

জানা যায়, কয়েকদিন পর্যায়ক্রমে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে এ ছয়জনকে গ্রেফতার করলেও শনিবার বেলা সাড়ে ১২টায় তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় তাদের কাছ থেকে চেতানানাশক পাউডার ও ওষুধ মিশ্রিত জুস উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ জানান, ঈদ উদযাপনকে নির্বিঘ্ন ও উৎসব মুখর করতে এবং সাধারণ মানুষ যাতে অজ্ঞান পার্টি, মলম পার্টি প্রতারক শ্রেণির অপরাধীদের দ্বারা সর্বস্বান্ত না হয়। কোনো ধরনের জীবনহানি যাতে না ঘটে ইত্যাদি বিভিন্ন কার্যক্রমকে সামনে রেখে একটি নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

প্রতিটি পশুর হাটে, বড় বড় শপিংমল, বাস স্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় পোশাকধারী পুলিশের ডিউটির পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ নিয়োগ করে এসব অপরাধীদের ফাঁদ পেতে ধরা অব্যহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল