২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যবিপ্রবি শিক্ষার্থীর ওপর রাতভর ছাত্রলীগের নির্যাতন চালানোর অভিযোগ

বাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি
শাহরীন রহমান - ছবি - নয়া দিগন্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-যবিপ্রবির এক শিক্ষার্থী মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ করায় আবারো তাকে বেধড়ক মারপিট করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এই মারপিটের অভিযোগ উঠেছে। আর কোনো অভিযোগ করলে তাকে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল ছাত্রলীগের সভাপতি সোহেল রানার কক্ষে এ ঘটনা ঘটে।

নির্যাতনের অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ওই হলের প্রভোস্ট ডক্টর তানভীর ইসলামকে মৌখিকভাবে অভিযোগ করেছেন।

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরীন রহমান অভিযোগ করেছেন, সোমবার কথা কাটাকাটির জের ধরে তাকে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় বিচার চাওয়ায় ঘুম থেকে তুলে রাত ২টার দিকে হলের ৩০৬ নম্বর কক্ষে ডেকে নিয়ে যায় তারই বন্ধু আমিনুল ইসলাম ও সিয়াম। ওই কক্ষে প্রবেশ করার সাথে সাথেই ১০-১৫ জন তার ওপর অতর্কিত হামলা করে। তাকে কিল ঘুঁষি মারার একপর্যায়ে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। তখন তারা তাকে আরো মারতে থাকে।

তিনি অভিযোগ করেন, ‘ভোর ৫টা পর্যন্ত চলে দফায় দফায় নির্যাতন চালানো হয়।’

এদিকে নির্যাতনের শিকার শাহরীন যাতে ঘটনাটি কাউকে না জানাতে পারেন, সেজন্য বন্ধু আমিনুল ইসলাম তার ফোন কেড়ে রেখে দেন। একপর্যায়ে ঘটনা জানাজানির ভয়ে সকাল ১০টার দিকে তাকে মোটরসাইকেলে করে শহরে নিয়ে যান আমিনুল ও রাজীব। পরে জানাজানি হলে চাপে পড়ে দুপুরের দিকে শাহরীনকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হয়। বাড়ি পৌঁছালে তার মাকে অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে বাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে বলে জানান শাহরীন।

এ ব্যাপারে যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছে। তাকে এতই ভীতসন্ত্রস্ত মনে হচ্ছিল যে কথা বলতে পারছিল না। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল