২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্ত্রী‌কে সম্ভ্রমহা‌নি করায় ক‌বিরাজ‌কে গলাকেটে হত্যা করে স্বামী

স্ত্রী‌কে সম্ভ্রমহা‌নি করায় ক‌বিরাজ‌কে গলাকেটে হত্যা করে স্বামী - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় কবিরাজ রাজ্জাক শেখ ওর‌ফে রাজাই‌ হত্যা ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। চি‌কিৎসার না‌মে রা‌তে মা‌ঠের এক‌টি পান বর‌জে নি‌য়ে‌ স্ত্রী‌কে সম্ভ্রমহা‌নি করার অপরা‌ধে ক‌বিরাজকে গলাকেটে হত্যা ক‌রে গৃহবধূর স্বামী রুবেল মিয়া (২৩) ও তার সহ‌যোগী সোহেল আলী (২১)।

মঙ্গলবার (৪ জুন) দুপু‌রে এক সংবাদ স‌ন্মেল‌নে চুয়াডাঙ্গা পু‌লিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, গ্রেফতার রু‌বেল ও সো‌হেল পু‌লি‌শকে এমন তথ্য দেয়। এ ঘটনায় ব্যবহৃত ধারালো চাকু, মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুর সেলিমের ছেলে রুবেল মিয়া ও একই এলাকার আনিসের ছেলে সোহেল রানা।

সংবাদ স‌ন্মেল‌নে পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান জানান, ভিকটিম আব্দুর রাজ্জাক কবিরাজি করে মানুষের বিভিন্ন ধরণের চিকিৎসা প্রদান করতেন।

আসামি রুবেল মিয়া ও তার স্ত্রী শারীরিক চিকিৎসার জন্য ভিকটিম আব্দুর রাজ্জাকের স্মরণাপন্ন হলে গত ৩১ মে সন্ধ্যায় আব্দুর রাজ্জাক জ্বিনের মাধ্যমে চিকিৎসা দেয়ার কথা বলে আসামি রুবেল ও তার স্ত্রীকে সদর থানার হোগলডাঙ্গা গ্রামের নবগঙ্গা ব্রিজ এলাকায় পান বরজের কাছে নির্জন জায়গায় নিয়ে যায় এবং আসামিকে সিগারেট আনতে দোকানে পাঠায়।

কিছুক্ষণ পরে আসামি রুবেল পান বরজে এসে কবিরাজ রাজ্জাক ও তার স্ত্রীকে খুঁজে না পেয়ে স্ত্রীর মোবাইলে কল দিলে বন্ধ পায়। খোঁজাখুজির একপর্যায়ে আনুমানিক ৩৫-৪০ মিনিট পরে ভিকটিম ও তার (রু‌বে‌লের) স্ত্রী পানবরজের কাছে ফিরে আসে। এ সময় তার স্ত্রীকে দেখে খারাপ কোনো কাজ করেছে বলে সন্দেহ করে রু‌বেল।

পরবর্তীতে আসামি বাড়িতে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তার স্ত্রী কান্নাকাটির একপর্যায়ে স্বীকার করে আব্দুর রাজ্জাক কবিরাজ চিকিৎসার দেয়ার নামে সম্ভ্রমহানি করেছে।

ওই রাতেই আসামি রুবেল তার সহযোগী সোহেল রানাকে সাথে নিয়ে কৌশলে ক‌বিরাজ রাজাই ডেকে মোটরসাইকেলে তুলে ধারালো ছুরি দিয়ে গলাকেটে মোটরসাইকেল থেকে রাস্তায় ফেলে দেয়।

পু‌লিশের একা‌ধিক টিম দ্রুত অ‌ভিযান চা‌লি‌য়ে এই হত্যার স‌াথে সরাস‌রি জ‌ড়িত দুজন‌কে ৩ জুন রাত ১২টার দি‌কে গ্রেফতার কর‌তে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ১ জুন সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভাণ্ডারদহ-জুগিরহুদা রাস্তার পাশে মাঠ থেকে আব্দুর রাজ্জাক ওর‌ফে রাজাই (৫০) নামে এক কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল