২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যশোর জিলা স্কুলের ছাত্রদের সংঘর্ষে ৩ ছাত্র ছুরিকাহত

- ছবি : নয়া দিগন্ত

যশোর জিলা স্কুলে দুই দল ছাত্রের সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হচ্ছে, স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শিহাব আহমেদ, রাফি চৌধুরী এবং বাদশাহ ফয়সাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সবুজ হোসেন।

এ বিষয়ে আহত শিক্ষার্থী রাফি জানায়, জিলা স্কুলে তাদের প্রাক-নির্বাচনী পরীক্ষা চলছে। তারা পরীক্ষা দিয়ে দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে গেলে তাসিম, বাহারিয়া, ইয়ামো, সিয়ামসহ অজ্ঞাত পরিচয়ের সাত থেকে আটজন তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তারা কয়েকজন আহত হয়।

তবে, অন্যদিকে সবুজ জানায়, তারও পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে জিলা স্কুলের সামনে গেলে তাকে ছুরিকাঘাত করে ওই স্কুলের শিক্ষার্থীরা। তার ওপর কী কারণে হামলা চালানো হয়েছে সেটা পরিষ্কার না।

এ বিষয়ে জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন বলেন, পূর্ব শত্রুতার কারণে বহিরাগত ছাত্রদের হামলায় স্কুলের তিন ছাত্র আহত হয়েছে। তবে, রাফি চৌধুরী নানা ধরনের অপরাধ সংঘটনের কারণে এর আগে কিশোর সংশোধনী কেন্দ্রে ছিল। তাকে স্কুলে আসা নিষেধ ছিল।

তিনি আরো বলেন, পরিবারের অনুরোধে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।


আরো সংবাদ



premium cement