ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ট্রাকচাপায় নিহত ২
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ০৪ জুন ২০২৪, ১১:৩৫
যশোরের শার্শায় ট্রাকের চাপায় দু’জন নিহত হয়েছে। তারা মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নাভারন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার বসু বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) ও ঝিকরগাছার নাভারন কলোনীর শ্যাম গাজির ছেলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশ প্রহরী আলি বক্স (৬৫)। তারা নাভারন ফরেস্ট পাড়ায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে জয়ন্ত কুমার বসু বলেন, নাসির উদ্দিন ও আলি বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এসময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। চাপা দেয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারি পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার বসু।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা